গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্বপন মণ্ডল (৩৫) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলাবন্দরে এ ঘটনা ঘটে।
স্বপন মণ্ডলের বাড়ি উপজেলার খোর্দ্দ রসুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।
স্বজনেরা জানান, স্বপন বাড়ির ছাদে উঠে পতাকা টানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ছিটকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই মারা যান তিনি।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক।’