হোম > সারা দেশ > রংপুর

রংপুরে গোয়ালঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে গোয়ালঘর থেকে মানু বালা নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর সেনপাড়া গ্রাম থেকে তারাগঞ্জ থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন টানা বৃষ্টির পর গত মঙ্গলবার রোদ ওঠায় বাড়ির উঠানে থাকা ধান সড়কে শুকানোর কথা অলকা রানি তাঁর শাশুড়ি মানু বালাকে বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে মানু বালা খাওয়া দাওয়া ছেড়ে দেন। গত বুধবার রাতে তাঁর ছেলের সন্তানদের সঙ্গে নিয়ে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার সকালে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে অলকা রানির তাঁর শাশুড়ির ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে স্বামী, সন্তানসহ এলাকাবাসী ছুটে যান। সেখানে দেখতে পান গোয়াল ঘরের আড়ার সঙ্গে মানু বালার মরদেহ ঝুলছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি বৃদ্ধা আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা