হোম > সারা দেশ > রংপুর

রংপুরে গোয়ালঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে গোয়ালঘর থেকে মানু বালা নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর সেনপাড়া গ্রাম থেকে তারাগঞ্জ থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন টানা বৃষ্টির পর গত মঙ্গলবার রোদ ওঠায় বাড়ির উঠানে থাকা ধান সড়কে শুকানোর কথা অলকা রানি তাঁর শাশুড়ি মানু বালাকে বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে মানু বালা খাওয়া দাওয়া ছেড়ে দেন। গত বুধবার রাতে তাঁর ছেলের সন্তানদের সঙ্গে নিয়ে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার সকালে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে অলকা রানির তাঁর শাশুড়ির ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে স্বামী, সন্তানসহ এলাকাবাসী ছুটে যান। সেখানে দেখতে পান গোয়াল ঘরের আড়ার সঙ্গে মানু বালার মরদেহ ঝুলছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি বৃদ্ধা আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২