হোম > সারা দেশ > রংপুর

১২ লাখ টাকা ব্যয়ে সৌদি গিয়ে ১৬ দিন কারাবাস, ফিরে মামলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন রংপুর মিঠাপুকুরের টিটুল মিয়া। সেখানে গিয়ে ১৬ দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন টিটুল মিয়া নিজেই। 

প্রতারণার শিকার টিটুল মিয়া (৪২) উপজেলার বালারহাট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মামলায় অভিযুক্ত হলেন— তার প্রতিবেশি মৃত সাহেদ মিয়ার ছেলে মোহাব্বত মিয়া (৪৭)।

মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোহাব্বত মিয়া তার প্রতিবেশি টিটুল মিয়াকে বেশি টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। সৌদি আরব গেলে অনেক টাকা বেতন পাওয়া যাবে, এমন প্রলোভনে রাজি হয়ে মোহাব্বত মিয়াকে ১২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি  সৌদি আরবে পৌঁছান টিটুল মিয়া। সেখানে ৩-৪ মাস চাকরি করার পর জানতে পারেন তাকে ভুয়া ফ্রি ভিসায় সৌদি পাঠানো হয়েছে। এ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ১৬ দিন জেলে খাটার পর সৌদি পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।  

এ বিষয়ে টিটুল মিয়া জানান, তিনি জমি বিক্রি ও আত্মীয়স্বজনের কাছে ধারদেনা করে তিনি টাকা সংগ্রহ করেছেন। সেই টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। দেশে ফিরে টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়ে তিনি মোহাব্বত মিয়াকে আসামি করে মিঠাপুকুর আমলি আদালতে মামলা করেছেন। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোহাব্বত মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার