হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর ওপরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সত্যেন্দ্রনাথ রায়। 

দুর্ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের আখের মিয়ার ছেলে শাহ আলম (২০) এবং একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া (১৬)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাসান মিয়া (১৮)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বুড়িমারীতে পাথর নেওয়ার উদ্দেশে আসা একটি ট্রাক এবং কাকিনা থেকে মহিপুরগামী একটি মটর সাইকেল সেতুর মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর জখম হন। পরে দ্রুত তাদের রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বুলু মিয়া ও হাকিম মিয়াসহ কয়েক জন আজকের পত্রিকাকে বলেন, আমরা মহিপুর বাজারে কয়েকজন বসে চা পান করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে সবাই সেতুর ওপরে যাই। তখন দেখি একটি মোটরসাইকেল ও একটি ট্রাক মুখোমুখি পরে আছে এবং পাশে তিনজন ব্যক্তি রক্তাক্ত অবস্থা পরে আছে। আমরা সবাই মিলে তিনজনকেই একটি গাড়িতে করে রংপুর মেডিকেলে পাঠাই। 

লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি আজকের পত্রিকাকে বলেন, শুধু আজকের ঘটনাই নয়, সেতুটিতে প্রতিদিন এমন ছোট বড় ঘটনা ঘটছে। এর একমাত্র কারণ হচ্ছে সেতুর বাতিগুলো নষ্ট। অনেকদিন উপজেলা প্রশাসনকে এই বাতিগুলোর বিষয়ে অভিযোগ করেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। দুজন নিহত এবং একজনের আহত হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড