হোম > সারা দেশ > রংপুর

প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ১০ বছরের শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় আব্বাস দাড়িয়া নামে ওই বৃদ্ধকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাতে ভুক্তভোগী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতর আব্বাস দাড়িয়াকে রংপুর জেল হাজতে পাঠানো হয়। তিনি উপজেলার পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রামের মৃত জবান তেলির ছেলে।
 
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী কিশোরী তাঁর মা ও এক ভাই মিলে নানার বাড়িতে থাকে। তাঁর বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান। গত ২৭ মার্চ বিকেলে প্রতিবন্ধী কিশোরীটিকে তার মা বাড়ির উঠানে চেয়ারে বসে রেখে বাড়ির পাশে কলা বাগানে ঘাস তুলতে যান। এ সময় অভিযুক্ত আব্বাস দাড়িয়া (৮০) প্রতিবন্ধী কিশোরীটিকে খড়ির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি জোরে কান্নাকাটি করলে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসলে আব্বাস দাড়িয়া পালিয়ে যান। পরে তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। 

ঘটনার ৭ দিন পর শনিবার বিকেলে তাঁকে স্থানীয় মমিন বাজারে দেখলে বাজারের লোকজন আব্বাস দাড়িয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ওই বৃদ্ধকে আটকের পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে আজ রোববার সকালে আব্বাস দাড়িয়াকে রংপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার