হোম > সারা দেশ > রংপুর

প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ১০ বছরের শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় আব্বাস দাড়িয়া নামে ওই বৃদ্ধকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাতে ভুক্তভোগী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতর আব্বাস দাড়িয়াকে রংপুর জেল হাজতে পাঠানো হয়। তিনি উপজেলার পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রামের মৃত জবান তেলির ছেলে।
 
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী কিশোরী তাঁর মা ও এক ভাই মিলে নানার বাড়িতে থাকে। তাঁর বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান। গত ২৭ মার্চ বিকেলে প্রতিবন্ধী কিশোরীটিকে তার মা বাড়ির উঠানে চেয়ারে বসে রেখে বাড়ির পাশে কলা বাগানে ঘাস তুলতে যান। এ সময় অভিযুক্ত আব্বাস দাড়িয়া (৮০) প্রতিবন্ধী কিশোরীটিকে খড়ির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি জোরে কান্নাকাটি করলে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসলে আব্বাস দাড়িয়া পালিয়ে যান। পরে তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। 

ঘটনার ৭ দিন পর শনিবার বিকেলে তাঁকে স্থানীয় মমিন বাজারে দেখলে বাজারের লোকজন আব্বাস দাড়িয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ওই বৃদ্ধকে আটকের পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে আজ রোববার সকালে আব্বাস দাড়িয়াকে রংপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা