হোম > সারা দেশ > রংপুর

প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ১০ বছরের শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় আব্বাস দাড়িয়া নামে ওই বৃদ্ধকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাতে ভুক্তভোগী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতর আব্বাস দাড়িয়াকে রংপুর জেল হাজতে পাঠানো হয়। তিনি উপজেলার পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রামের মৃত জবান তেলির ছেলে।
 
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী কিশোরী তাঁর মা ও এক ভাই মিলে নানার বাড়িতে থাকে। তাঁর বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান। গত ২৭ মার্চ বিকেলে প্রতিবন্ধী কিশোরীটিকে তার মা বাড়ির উঠানে চেয়ারে বসে রেখে বাড়ির পাশে কলা বাগানে ঘাস তুলতে যান। এ সময় অভিযুক্ত আব্বাস দাড়িয়া (৮০) প্রতিবন্ধী কিশোরীটিকে খড়ির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি জোরে কান্নাকাটি করলে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসলে আব্বাস দাড়িয়া পালিয়ে যান। পরে তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। 

ঘটনার ৭ দিন পর শনিবার বিকেলে তাঁকে স্থানীয় মমিন বাজারে দেখলে বাজারের লোকজন আব্বাস দাড়িয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ওই বৃদ্ধকে আটকের পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে আজ রোববার সকালে আব্বাস দাড়িয়াকে রংপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ