হোম > সারা দেশ > দিনাজপুর

পারাপারের সময় নিখোঁজ ২ দিনমজুর: আরেকজনের লাশ উদ্ধার 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় নিখোঁজের ২২ ঘণ্টা পর বেলান নদী থেকে আরেক দিনমজুর জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। 

আজ রোববার দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার দুপুরে বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে পারাপারের সময় দুই দিনমজুর নিখোঁজ হন। এদিন সন্ধ্যায় খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্কের (৩৫) লাশ উদ্ধার করে। বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে ও জয়ন্ত রায় ওই এলাকার জীতেন্দ্রনাথ রায়ের ছেলে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহ কাজের জন্য পরিবারপ্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। 

স্থানীয়রা জানান, কৃষিশ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাঁতরে নদী পারাপার হয়ে কাজ করেন অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন এ দুই দিনমজুর। 

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরি দলের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও আজ দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সকলের সচেতনতা জরুরি। 

ভাবকী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বঙ্ক রায়ের দাহকাজ সম্পন্ন হয়েছে এবং আজ দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকাজের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ