হোম > সারা দেশ > দিনাজপুর

পারাপারের সময় নিখোঁজ ২ দিনমজুর: আরেকজনের লাশ উদ্ধার 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় নিখোঁজের ২২ ঘণ্টা পর বেলান নদী থেকে আরেক দিনমজুর জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। 

আজ রোববার দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার দুপুরে বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে পারাপারের সময় দুই দিনমজুর নিখোঁজ হন। এদিন সন্ধ্যায় খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্কের (৩৫) লাশ উদ্ধার করে। বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে ও জয়ন্ত রায় ওই এলাকার জীতেন্দ্রনাথ রায়ের ছেলে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহ কাজের জন্য পরিবারপ্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। 

স্থানীয়রা জানান, কৃষিশ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাঁতরে নদী পারাপার হয়ে কাজ করেন অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন এ দুই দিনমজুর। 

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরি দলের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও আজ দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সকলের সচেতনতা জরুরি। 

ভাবকী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বঙ্ক রায়ের দাহকাজ সম্পন্ন হয়েছে এবং আজ দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকাজের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার