হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গমিলার্স কারখানায় আগুন, আহত ৫

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গমিলার্স কারখানায় আগুন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গমিলার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার কারখানার কয়েকটি (চিপস, টেস্টি ও ইসবগুল) সেকশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতরে কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তবে ভেতরে কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকে আহত শ্রমিকদের নিয়ে যেতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে খোঁজ নিয়ে পাঁচজন আহতকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন উপজেলার খাজাপুর গ্রামের ফারহান, বলিহারপুর গ্রামের ষষ্টি, কুরমুট মেলাবাড়ী গ্রামের গোপাল, চন্দ্রপুর মেলাবাড়ী গ্রামের অবিনাশ ও পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউপির দণ্ডপানি গ্রামের সিদ্দিক।

আহত শ্রমিক সর্দার ষষ্টি বলেন, ‘আমরা শ্রমিকেরা গাড়ি লোডের কাজ করছিলাম। এ সময় হঠাৎ ওপর থেকে আগুনের শিখা গায়ে এসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।’

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার উপেন্দ্রনাথ বলেন, ‘আমরা বিকেল ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। এতে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ছাড়াও দিনাজপুর, বিরামপুর ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

জানতে চাইলে প্রাণ বঙ্গমিলার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসা খরচ কোম্পানি বহন করছে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ