হোম > সারা দেশ > রংপুর

সন্তান হত্যায় বাবা ও সৎমায়ের বিচারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ছয় বছরের শিশুসন্তান হত্যার অভিযোগ তুলে বাবা ও সৎমায়ের বিচারের দাবি জানিয়েছেন মোছা. রুনা বেগম নামের এক নারী। আজ বৃহস্পতিবার সদর উপজেলার ভাউলারহাটে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান।

মানববন্ধনে রুনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার সাবেক স্বামী মাসুদ রানা, তাঁর স্ত্রী বিলকিস আক্তার ও শ্বশুর মতিউর রহমান চক্রান্ত করে শ্বাসরোধে হত্যার পর আব্দুল্লাহ পুষ্পকে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় পরদিন গত ৯ ডিসেম্বর থানায় হত্যা মামলা করি। তাতে মাসুদ রানা, তাঁর স্ত্রী বিলকিস ও বাবাসহ আটজনকে আসামি করি। কিন্তু এখন পর্যন্ত মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অংশ নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় খালেকুল ইসলাম, আবদুল কাদের, শফিকুলসহ গ্রামের কয়েকজন বাসিন্দা।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহ পুষ্পের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা মাসুদ রানা ও তাঁর সাবেক স্ত্রী (শিশুটির মা) রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা