হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকল বসত ঘরে 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরে ঢুকে পড়েছে। এতে বাড়ির কেউ হতাহত না হলেও বাস চালকের সহকারী মারাত্মক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।’ 

বাসযাত্রী আবুল কাশেম বলেন, ‘ঢাকা থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা মাইশা পরিবহনের বাসটি সড়ককাটা এলাকায় একটি অটো রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। চালক বাসটিকে সড়কের বাম দিক সরিয়ে নিলে ট্রাকটি বাসের পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। 

এ সময় বাসচালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির সামনের অংশ সড়কের পাশের ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।’ 

তিনি বলেন, ‘আমরা বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসি। বাস চালকর সহকারী দেয়ালের ইটরে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।’ 

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আসর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার দিকে মাইশা পরিবহনের একটি বাস আমার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় ঘরের ভেতরে কেউ ছিল না। বাস ঘরের ভেতর ঢুকে পড়ায় ঘরে দেয়াল ও আসবাবপত্র ভেঙে গেছে।’ 

মাইশা পরিবহনর ভূরুঙ্গামারী কাউন্টার (ম্যানেজার) ব্যবস্থাপক নুরআলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চালকের সহকারী নাহিদ (২১) মারাত্মক আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস