হোম > সারা দেশ > রংপুর

ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাকে নির্বাচনী মিছিল, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাক নিয়ে নির্বাচনী মিছিল করায় স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার বাবুরহাট এলাকায় এই জরিমানা করা হয়। স্বতন্ত্র প্রার্থী জনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। 

ডিমলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার। 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী উপজেলা সদরের বাবুরহাট প্রধান সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী প্রচার চালান। তাঁর কর্মীরা ১২টি ট্রাকে উঠে মিছিল করছিলেন। এতে সড়কে যানবাহন ও জনসাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ফারজানা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে— আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু