হোম > সারা দেশ > লালমনিরহাট

রংপুরে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা মছির উদ্দিন দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার পুলিশ তাকে রংপুরের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। 

মছির হোসেন দুলাল লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

এর আগে গতকাল শুক্রবার কাউনিয়া বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে দুলালের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ বলেন, ‘রংপুর র‍্যাব-১৩ শুক্রবার মাদকসহ মছির উদ্দিন দুলালকে আটক করে। ওই দিন রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে র‍্যাব। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু