হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নাঈম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। 

আজ শনিবার বেলা ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাঈম উপজেলার আমজানখোর ইউনিয়নের কলিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

গুলিবিদ্ধ যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের নমতো আজ শনিবার সকালে কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছেন। এমনটা আগে হয়নি সীমান্ত এলাকায়।’ 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল হাসান চয়ন বলেন, ‘পায়ের হাড় ভেঙে গেছে নাঈমের। তবে গুলি পাওয়া যায়নি। সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।’ 

এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গী কোটপাড়া বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ককে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা