হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নাঈম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। 

আজ শনিবার বেলা ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাঈম উপজেলার আমজানখোর ইউনিয়নের কলিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

গুলিবিদ্ধ যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের নমতো আজ শনিবার সকালে কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছেন। এমনটা আগে হয়নি সীমান্ত এলাকায়।’ 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল হাসান চয়ন বলেন, ‘পায়ের হাড় ভেঙে গেছে নাঈমের। তবে গুলি পাওয়া যায়নি। সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।’ 

এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গী কোটপাড়া বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ককে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার