হোম > সারা দেশ > রংপুর

বিজিবির গাড়িতে আগুন দিল পরাজিত কাউন্সিলরপ্রার্থীর সমর্থকেরা

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে অর্ধশতাধিক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রার্থী বিপুল ব্যবধানের এগিয়ে আছেন।

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু পূর্ব কুকরুল এলাকায় বিজিবির টহল গাড়িতে আগুন দিয়েছেন পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু সরকারি প্রথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ ওয়ার্ডের ট্রাক্টর মার্কার কাউন্সিল প্রার্থী রফিকুল ইসলাম রফিক আমাশু কেন্দ্রটিতে জয় লাভ করেন। এতে পরাজিত মিষ্টি কুমড়া প্রতীকে কাউন্সিল প্রার্থী একরামুলের সমর্থকেরা উত্তেজিত হয়ে বিজিবি টহল গাড়ি ভাঙচুর করে আগুন দেয়। ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে গাড়ির আগুন নিভাতে সক্ষম হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আবু মারুফ হোসেন উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন ও  বিজিবির সহকারি পরিচালক ওমর খুসরু। 

উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এই ঘটনাটির সঙ্গে যারা জড়িত তাদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এরপর একরামুলের সমর্থকেরা শিল্পকলা একাডেমির দিকে যায়। এখনো তারা একাডেমি ঘিরে রেখেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। 

১৩৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৭৪৮ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৯৪ ভোট। 

এ ছাড়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পেয়েছেন ২৮ হাজার ৩১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪০ ভোট।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড