হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল ছেলের মাথায় পড়ে মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল মাথায় পড়ে রহমত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার জাহিনুর হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদ আসর নিহত শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে জাহিনুর হোসেন নিজ বাড়িতে গাছ কাটছিলেন। গাছের কাটা একটি ডাল বাড়ির টিনের চালায় আটকা ছিল। রশি দিয়ে চালা থেকে ডালটি নামাচ্ছিলেন জাহিনুর। এ সময় শিশু রহমত বসতঘর থেকে দৌড়ে বাবার কাছে যায়। সেই মুহূর্তে ডালটি শিশুটির মাথায় পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা আহত রহমতকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠায়। রমেকে নেওয়ার পথে শিশুটি মারা যায়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ