হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় তিস্তা নদী থেকে বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুর রহিম লালমনিরহাট সদরের তিস্তা আফজালনগর গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিম ঈদের দিন দুপুরে তিস্তা ব্রিজ এলাকায় বেড়াতে গিয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর সন্ধানে মাইকিং করে। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতু এলাকায় পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আব্দুর রহিমের মামা অবির উদ্দিন বলেন, ‘রহিমের কথা বলতে একটু সমস্যা হয়। পরিবারের লোকজনের সঙ্গে সে ঈদের নামাজ পড়ে। এরপর বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। আজ দুপুরে তিস্তা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে গিয়ে দেখি এটি ভাগনের লাশ।’

লাশ উদ্ধারের খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২