হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জ বাজারের জলাবদ্ধতার অবসান চায় ব্যবসায়ীরা

প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর) 

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তায় দীর্ঘদিন পানি জমে থাকায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বাজারের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা। এই জলাবদ্ধতার অবসান চান ব্যবসায়ী ও পথচারীরা। 

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদরের রামপুর বাজারের স্বপ্নপুরী সড়ক ও কাচদহ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের পাশে ড্রেন থাকলেও তা অকেজো হয়ে আবর্জনায় স্তূপে পরিণত হয়ে পড়ে আছে। এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে। 

বাজার চাল ব্যবসায়ী মো. আনছার আলী জানান, একটু বৃষ্টিতে দোকানের সামনে পানি জমা হয়ে থাকে এতে কেউ দোকানের সামনে আসতে পারেন না। 

স্থানীয় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান, ড্রেনে অনেকেই ময়লা আবর্জনা ফেলে, নিষেধ করেও কোন কাজ হয় না। ছাত্রলীগ নেতা সবুজ এর উদ্যোগে কিছু পাইপ দিয়ে বিকল্প পথে জমা পানি অপসারণ করা হয়েছে। 

স্থানীয় ছাত্রলীগ নেতা মো. শাহিনুর রহমান সবুজ জানান,৬টি পাইপ মাটির নিচে পুঁতে বিকল্প ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ