হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জ বাজারের জলাবদ্ধতার অবসান চায় ব্যবসায়ীরা

প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর) 

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তায় দীর্ঘদিন পানি জমে থাকায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বাজারের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা। এই জলাবদ্ধতার অবসান চান ব্যবসায়ী ও পথচারীরা। 

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদরের রামপুর বাজারের স্বপ্নপুরী সড়ক ও কাচদহ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের পাশে ড্রেন থাকলেও তা অকেজো হয়ে আবর্জনায় স্তূপে পরিণত হয়ে পড়ে আছে। এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে। 

বাজার চাল ব্যবসায়ী মো. আনছার আলী জানান, একটু বৃষ্টিতে দোকানের সামনে পানি জমা হয়ে থাকে এতে কেউ দোকানের সামনে আসতে পারেন না। 

স্থানীয় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান, ড্রেনে অনেকেই ময়লা আবর্জনা ফেলে, নিষেধ করেও কোন কাজ হয় না। ছাত্রলীগ নেতা সবুজ এর উদ্যোগে কিছু পাইপ দিয়ে বিকল্প পথে জমা পানি অপসারণ করা হয়েছে। 

স্থানীয় ছাত্রলীগ নেতা মো. শাহিনুর রহমান সবুজ জানান,৬টি পাইপ মাটির নিচে পুঁতে বিকল্প ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ