হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জ বাজারের জলাবদ্ধতার অবসান চায় ব্যবসায়ীরা

প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর) 

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তায় দীর্ঘদিন পানি জমে থাকায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বাজারের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা। এই জলাবদ্ধতার অবসান চান ব্যবসায়ী ও পথচারীরা। 

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদরের রামপুর বাজারের স্বপ্নপুরী সড়ক ও কাচদহ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের পাশে ড্রেন থাকলেও তা অকেজো হয়ে আবর্জনায় স্তূপে পরিণত হয়ে পড়ে আছে। এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে। 

বাজার চাল ব্যবসায়ী মো. আনছার আলী জানান, একটু বৃষ্টিতে দোকানের সামনে পানি জমা হয়ে থাকে এতে কেউ দোকানের সামনে আসতে পারেন না। 

স্থানীয় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান, ড্রেনে অনেকেই ময়লা আবর্জনা ফেলে, নিষেধ করেও কোন কাজ হয় না। ছাত্রলীগ নেতা সবুজ এর উদ্যোগে কিছু পাইপ দিয়ে বিকল্প পথে জমা পানি অপসারণ করা হয়েছে। 

স্থানীয় ছাত্রলীগ নেতা মো. শাহিনুর রহমান সবুজ জানান,৬টি পাইপ মাটির নিচে পুঁতে বিকল্প ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ