হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ভোট না দেওয়ার জেরে শিক্ষকের ওপর হামলা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ভোট না দেওয়ায় নবনির্বাচিত ইউপি সদস্যের লোকজন এক সহকারী শিক্ষকের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ওই শিক্ষকের নাম শ্রী নির্মল চন্দ্র রায়। তিনি উপজেলার নেকবক্ত চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় আজ শুক্রবার সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন তিনি। 

মামলা সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাউয়াবাড়ী ইউপির ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করেন সিদ্ধেশ্বরী এলাকার মৃত হেচান উদ্দিনের ছেলে আবু মুসা ওরফে লাল খাঁ। নির্বাচনী প্রচারণা চলাকালীন আবু মুসা নির্মল চন্দ্রের বাড়িতে ভোট চাইতে গেলে নির্মল তাকে ভোট দেবেন বলে আশ্বাস দেন এবং পরে নির্বাচনে জয়ী হন আবু মুসা। 

কিন্তু গত ৯ ডিসেম্বর দুপুরে ভোট না দেওয়ার জের ধরে ওই শিক্ষকের বাড়ি যাওয়ার রাস্তায় পথ রোধ করে তাঁর ওপর হামলা চালায় ডাউয়াবাড়ী ইউপির ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবু মুসার লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে ইউপি সদস্য আবু মুসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। 

মামলার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ