হোম > সারা দেশ > পঞ্চগড়

ভারতে পাচারের সময় তেঁতুলিয়া সীমান্তে ৩ রোহিঙ্গা আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে দুজন কিশোরী ও একজন তরুণী রয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তিনজনকে তেঁতুলিয়ার মডেল থানায় হেফাজতে রাখা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। 

আটক তরুণীর নাম নুরছাফা (১৮)। বাকি দুজন কিশোরী। তারা তিনজনই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীন শারিয়ালজোত বিওপি গোপন সূত্রে জানা যায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪২১ দিয়ে এক মানব পাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করছে। পরে সকাল ৭টার দিকে বিজিবির টহল দল ও স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের প্রাথমিক এলাকায় পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত করে ধাওয়া দিলে পাচারকারীরা পালিয়ে যায়। 

এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণী ও কিশোরকে বিজিবির টহল দল আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই তিনজন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মাধ্যমে ওই এলাকায় আসে। জনপ্রতি ২০ হাজার টাকার বিনিময়ে তাদের এখানে আনা হয়। দালালের মাধ্যমে ভারতের যাওয়ার চেষ্টা করছিল তারা। 

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা