গাইবান্ধার সাঘাটায় ভুট্টাখেত থেকে রুবেল মিয়া (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের ছিলামনি গ্রামে এই ঘটনা ঘটে।
রুবেল মিয়া সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের আজগর আলীর ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, রুবেলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর গলায় দড়ির দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে ছিলামনি গ্রামের একটি ভুট্টাখেতে রুবেলের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।