হোম > সারা দেশ > রংপুর

প্রতিবেশীর শত্রুতার বলি ১ হাজার কলাগাছ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় মানুষের সঙ্গে মানুষের শত্রুতার বলি হচ্ছে আবাদি ফসল। গতকাল বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী কয়েকজন ১ হাজার কলা গাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আলতাফ হোসেন নামের এক কৃষক। এ অভিযোগে আজ শুক্রবার পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

কৃষক আলতাফ হোসেনের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ১১ জন প্রতিবেশীকে। আর ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের দামুস্বর (গুচ্ছগ্রাম) গ্রামে। 

অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন ২০২০ সালে পার্শ্ববর্তী পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দেলোয়ার হোসেন তুহিনের জমি তিন বছরের জন্য লিখিতভাবে লিজ নিয়ে কলাগাছ রোপণ করেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে এতে বাধা দেন প্রতিবেশী আফছার আলী ও তাঁর লোকজন। এ নিয়ে দ্বন্দ্ব-বিবাদ চলাকালে গত বৃহস্পতিবার গভীর রাতে আফছার আলী লোকজন নিয়ে আলতাফ হোসেনের প্রায় এক হাজার রোপণ করা কলাগাছ কেটে দেয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৫ লাখ টাকা। 

কৃষক আলতাফ হোসেন বলেন, ‘আমি কয়েক দিন আগে কলা খেত পরিচর্যা করতে গেলে আসামিরা আমার কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমার ক্ষতি করবে বলে হুমকি দিত। গতকাল এক রাতেই আমার সর্বনাশ করে ফেলেছে। অনেক আশা নিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করেছি। এখন সব শেষ! আমি থানায় মামলা করেছি। আমি এর সঠিক বিচার চাই। 

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ বিষয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ