হোম > সারা দেশ > রংপুর

প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন: কবির বিন আনোয়ার

পঞ্চগড় প্রতিনিধি

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। এ জন্য প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার গড়ে তোলা হচ্ছে। এখানে প্রশিক্ষণ নিয়ে কর্মীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রুখতে কাজ করবে।’

আজ সোমবার পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ অগ্র পথিকের ভূমিকা পালন করছে। ফলে সারা দেশের প্রত্যেক দলীয় কার্যালয় আরও ডিজিটালাইজড ও স্মার্ট করে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছি। এই নিয়ে দেশের ৩৯টি জেলায় স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। সব জেলায় এই কর্নার চালু করা হবে।’

সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সহসভাপতি আবু তোয়বুর রহমান, সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ