হোম > সারা দেশ > রংপুর

ইউপি চেয়ারম্যান হওয়ার পর ৩ বিদ্রোহীকে দলে ফেরাল আ. লীগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে দল থেকে ক্ষমা পেয়েছেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান। তাঁদের বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রাশেক রহমান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিদ্রোহী চেয়ারম্যান ইদ্রিস আলী, রেজাউল কবীর টুটুল ও মো. আসাদুজ্জামানকে ক্ষমা করে দেওয়া হয়েছে। নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীদের হারিয়ে দিয়ে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁদের বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।’

গতকাল রোববার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দলীয় ক্ষমা পাওয়া চেয়ারম্যানেরা হলেন—লতিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল ও খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিপক্ষে নির্বাচন করায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, বিদ্রোহী চেয়ারম্যান ইদ্রিস আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রেজাউল কবীর টুটুল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু