হোম > সারা দেশ > রংপুর

ইউপি চেয়ারম্যান হওয়ার পর ৩ বিদ্রোহীকে দলে ফেরাল আ. লীগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে দল থেকে ক্ষমা পেয়েছেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান। তাঁদের বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রাশেক রহমান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিদ্রোহী চেয়ারম্যান ইদ্রিস আলী, রেজাউল কবীর টুটুল ও মো. আসাদুজ্জামানকে ক্ষমা করে দেওয়া হয়েছে। নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীদের হারিয়ে দিয়ে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁদের বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।’

গতকাল রোববার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দলীয় ক্ষমা পাওয়া চেয়ারম্যানেরা হলেন—লতিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল ও খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিপক্ষে নির্বাচন করায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, বিদ্রোহী চেয়ারম্যান ইদ্রিস আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রেজাউল কবীর টুটুল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার