হোম > সারা দেশ > রংপুর

ইউপি চেয়ারম্যান হওয়ার পর ৩ বিদ্রোহীকে দলে ফেরাল আ. লীগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে দল থেকে ক্ষমা পেয়েছেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান। তাঁদের বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রাশেক রহমান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিদ্রোহী চেয়ারম্যান ইদ্রিস আলী, রেজাউল কবীর টুটুল ও মো. আসাদুজ্জামানকে ক্ষমা করে দেওয়া হয়েছে। নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীদের হারিয়ে দিয়ে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁদের বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।’

গতকাল রোববার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দলীয় ক্ষমা পাওয়া চেয়ারম্যানেরা হলেন—লতিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল ও খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিপক্ষে নির্বাচন করায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, বিদ্রোহী চেয়ারম্যান ইদ্রিস আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রেজাউল কবীর টুটুল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২