গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নোহালী ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের মারা গেছেন। আজ বুধবার ভোরে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এ সময় তিনি স্ত্রী,১ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ যোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।