হোম > সারা দেশ > রংপুর

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নয়: মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নয়। সেই সঙ্গে যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন  তাঁদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুখে দিতে হবে।’

গতকাল রোববার রাতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে রাধা অষ্টমী ব্রত উপলক্ষে ছাতইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও হরিমন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনোরঞ্জন শীল গোপাল আরও বলেন, ‘ধর্ম অবমাননা করা কারও উচিত নয়। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে সমাজ বিতর্কিত হতে বাধ্য। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।’

ছাতইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও হরিমন্দিরের সভাপতি মোহিনী কান্ত রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায় ও উপজেলা আওয়ামী লীগের নেতা আরমান সরকার।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ