হোম > সারা দেশ > রংপুর

বাণিজ্যমন্ত্রী সেজে চাকরি দেওয়ার প্রলোভন, যুবক আটক

রংপুর প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেকারদের চাকরি দিচ্ছেন। মোটা অঙ্কের টাকা দিতে পারলেই চাকরি নিশ্চিত। কথাবার্তা কিছু দুর এগুলো অনেকেই বিশ্বাস করে টাকাও দিয়ে দিচ্ছেন। দেশের বাণিজ্যমন্ত্রী বলে কথা! তিনি চাকরি দিতে না পারলে কে পারবে? বেকারদের এমন আশ্বাস দিয়ে দিনের পর দিন বাণিজ্যমন্ত্রী সেজে অর্থ আত্মসাৎ করেন নওশাদ আলী (৩২) নামের এক যুবক। অবশেষে র‍্যাবের হাতে আটক হয়েছেন তিনি। 

আজ সোমবার বিকেলে র‍্যাব-১৩ রংপুর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত নওশাদ আলী রংপুরের জমসেদ আলীর ছেলে। গতকাল রোববার রাতে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

র‍্যাব জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছবি ও কর্মসূচির বিভিন্ন ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করে প্রচারণা চালাচ্ছিলেন নওশাদ। অসহায় বেকারদের বাণিজ্যমন্ত্রীর বেশ ধরে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতেন। দীর্ঘদিন যাবৎ রংপুর জেলার মহানগরসহ আশপাশের এলাকার অসহায় বেকারদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে নওশাদ। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব। 

সংবাদ সম্মেলন র‍্যাব-১৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ