হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ছাত্রলীগ নেতার হস্তক্ষেপে ৫ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে থেকে ভাড়া গাড়ি নিয়ে ফেরার পথে পাঁচ লাখ টাকা হারিয়ে ফেলেন জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ী। পরে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মোমেন শাহরিয়ার টুটুলের হস্তক্ষেপে টাকার ব্যাগটি ফিরে পান ওই ব্যবসায়ী। 

গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাধভান্ডার এলাকার ব্যবসায়ী জিয়াউর রহমান ঢাকায় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটায় পরিবার নিয়ে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুরে আসেন। এরপর বিমানবন্দরেই একটি ভাড়া করা কারে কুড়িগ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় বিমানবন্দর এলাকায় হঠাৎ বিকল হয়ে যায় ওই ভাড়া করা গাড়িটি। তাৎক্ষণিক অন্য একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে রওনা দেন গন্তব্যে। কিন্তু গাড়ি পরিবর্তনের সময় পাঁচ লাখ টাকাসহ একটি ব্যাগ ফেলে যান বিকল হওয়া গাড়িটিতে। পরে পরিচিত একজনের মাধ্যমে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মোমেন শাহরিয়ার টুটুলের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যবসায়ী। পরে ছাত্রলীগ নেতার সহায়তায় টাকা ফেরত পান। 

ছাত্রলীগ নেতা মো. মোমেন শাহরিয়ার টুটুল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যবসায়ী তাঁর টাকাসহ ব্যাগের কথা জানালে তাৎক্ষণিক আমি কারটির চালকের সঙ্গে কথা বলি। চালক বিমানবন্দরে কারটি বিকল হওয়ার কথাটি নিশ্চিত করেন এবং ভূরুঙ্গামারীর একটি পরিবারকে ভাড়া দেওয়ার কথাটি জানান। পরবর্তীকালে বিকল হওয়া কারটিতে খোঁজাখুঁজির পর একটি সিটের নিচে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এরপর সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপকের উপস্থিতিতে টাকাসহ ব্যাগটি ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়।’ 

ব্যবসায়ী জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরের কাউনিয়া শহর অতিক্রমের সময় টাকার ব্যাগটি কথা তাঁর মনে পড়ে। পরবর্তী সময় বিমানবন্দরের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ছাত্রলীগ নেতা মো. মোমেন শাহরিয়ার টুটুলের সঙ্গে যোগাযোগে করি। তিনি (টুটুল) খোঁজ নিয়ে জানান যে বিকল হওয়া কারটি তাঁর বাবা মোনায়েম হোসেনের। এ সময় তিনি আমাকে আশ্বস্ত করেন ওই কারে ব্যাগটি পড়ে থাকলে অবশ্যই তা ফেরত পাবেন। এরপর তিনি আমাকে সৈয়দপুর আসার জন্য বলেন।’

এ সময় টাকার ব্যাগটি হাতে পেয়ে ব্যবসায়ী জিয়াউর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি ফিরে পাব, এমন আশা করিনি। টাকা হারিয়ে আমার পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু ছাত্রলীগ নেতা টুটুলের ত্বরিত হস্তক্ষেপে পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি পেয়ে সেই আনন্দ আবার ফিরে পেলাম।’ 

এ সময় নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ, কার মালিক সমিতির সভাপতি মোনায়েম হোসেন, সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহনেওয়াজ টগর প্রমুখ উপস্থিত ছিলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ