হোম > সারা দেশ > নীলফামারী

বনভোজনে এসে তিস্তায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তিস্তার ডালিয়া ব্যারাজ এলাকায় বনভোজনে এসে গোসলে নেমে নদীতে ডুবে সাগর চন্দ্র (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

সাগর চন্দ্র ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে। সে উপজেলার নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। 

নদীতে ডুবে সাগরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডিমলা থানায় আনা হয়েছে।’ 

শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রি স্টার কোচিং সেন্টার থেকে ৬৩ জন শিক্ষার্থী আজ সকালে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এলাকায় বনভোজনে আসে। দুপুরের দিকে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে বন্ধুরা উঠে এলেও সাগর উঠে আসেনি। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানায়। জেলেরা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে তিস্তা ব্যারাজের ৫২ নম্বর জলকপাটের সামনে পানির নিচে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাগরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

থ্রি স্টার কোচিং সেন্টারের শিক্ষক শফিউল্লা সালাফি বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’ 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ