হোম > সারা দেশ > রংপুর

শিশু ধর্ষণ মামলায় নীলফামারীতে একজনের যাবজ্জীবন 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় জাবেদ আলী (৬০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড হয়েছে। 

আজ বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ারের আদালত এই রায় প্রদান করেন। একই সঙ্গে মামলার আরেকটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধণ বাপ্পী রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত জাবেদ আলী জেলা সদরের সুটিপাড়া গ্রামের বকসিপাড়ার বাসিন্দা এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ঘাসিপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এলাকায় শিশুদের পোশাক ফেরি করে বিক্রি করতেন তিনি। রায় প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়। 

মামলার তথ্যমতে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই শিশু জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়ার তার খালুর মুদি দোকানে অবস্থান করছিল। এ সময় দোকানের সামনে থেকে ফেরিওয়ালা জাবেদ আলী ওই শিশুকে বাইসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুটিপাড়ার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী জাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ