হোম > সারা দেশ > রংপুর

মাকে আইসিসিইউতে রেখে ইউএনও এসে দেখেন আমন্ত্রিতরা নেই! 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

মাকে আইসিসিইউতে রেখে ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে মতবিনিময় করতে আসলাম। অথচ আপনারাই সময়মতো আসতে পারলেন না। এভাবে সময় অপচয় করলে এগিয়ে যাওয়া যাবে না। সবাইকে সময়ের মূল্য দিতে হবে।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিদের বিলম্বে উপস্থিত হওয়া নিয়ে এভাবেই উষ্মা প্রকাশ করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।

আজ বৃহস্পতিবার ছিল উপজেলার ১৩৬টি দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা। সভাটি আহ্বান করেছিলেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। তিনি তাঁর মায়ের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

অসুস্থ মাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিসিইউ) রেখে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সভায় যোগ দেন তিনি।

ইউএনও বলেন, ‘সকাল ৭টায় বের হয়েছি। বিমান যোগে সৈয়দপুর এসে গাড়িতে মিঠাপুকুর পৌঁছেছি। অথচ তখনো পূজা কমিটির অধিকাংশ সভাপতি ও সম্পাদক সভায় উপস্থিত হতে পারেননি।’

সভা শুরুর পর ইউএনও ফাতেমা তুজ জোহরা সময়ের মূল্য দেওয়ার জন্য সভায় উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ