হোম > সারা দেশ > গাইবান্ধা

পুলিশের ওপর হামলা ও দলীয় কোন্দল মামলায় বিএনপি নেতা কারাগারে

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

পুলিশের ওপর হামলা ও দলীয় কোন্দলের মামলায় বিএনপি নেতা বাবুল আহম্মেদকে (৪২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাবুল আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (বামনজল) মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে বাবুল আহমেদকে পৌর শহরের পশ্চিম বাইপাস থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন এস আই সেলিম রেজা।

আব্দুল্লাহিল জামান আরও বলেন, গত ২৬ মার্চ শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে পুলিশ সদস্যসহ আহত হন দলীয় নেতা-কর্মী। পরে ঘটনার দিনই এস আই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার দুই নম্বর আসামি ছিলেন বাবুল আহম্মেদ। এ ছাড়াও মারামারির ওই ঘটনায় বাবুল আহম্মেদকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয় গত ৩ এপ্রিল। কোনো মামলায় তাঁর জামিন ছিল না এবং সেই থেকে তিনি পলাতক ছিলেন। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার