হোম > সারা দেশ > রংপুর

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না তাঁদের, রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রংপুর প্রতিনিধি

রংপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ, জুনু মিয়া ও অটোরিকশাচালক রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশার বাকি চার যাত্রী ও চালককে হাসপাতালে নিলে সেখানে দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, কাউনিয়া সড়কে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বুধবার রাতে সড়কের অসম্পূর্ণ কাজের কারণে সৃষ্ট গর্তে নাবিল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যাযন এবং কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে জুনু নামের একজন ও অটোরিকশাচালক রবিউল ইসলাম মারা যান। নৈশকোচটি পুলিশি হেফাজতে আছে। তবে ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। অটোরিকশায় থাকা যাত্রীরা ঈদের বাজার শেষ করে বাড়ি ফিরছিলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ