হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

নীলফামারী প্রতিনিধি

সৈয়দপুর বিমানবন্দরে আজ রোববার সকাল থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত ঢাকা-সৈয়দপুর রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার। বেলা ১১টার দিকে তা বেড়ে দাঁড়ায় ৮০০ মিটারে। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা করতে পারে। দৃষ্টিসীমা কম থাকায় বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের মোট তিনটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। আজ সকালের ফ্লাইটগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্ব হতে পারে। কুয়াশা কেটে গেলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হবে না।

ডিমলা আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র রায় আজকের পত্রিকাকে জানান, আজ নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের মুখ। এ ছাড়া পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে সাত কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ