হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীর হিমাগারে পচে যাচ্ছে আলু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে হিমাগারে সংরক্ষণ করা আলুতে পচন ধরেছে। ৫৫ কেজি ওজনের প্রতি বস্তা থেকে ১০ থেকে ১২ কেজি পচা আলু বের হচ্ছে বলে জানিয়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। 

আলুচাষি ও ব্যবসায়ীদের ভাষ্য, লোডশেডিংয়ের সময় জেনারেটর ঠিকমতো না চালানো এবং হিমাগারের আলুর বস্তা নিয়মিত ওলট-পালট না করার কারণে আলুতে পচন ধরেছে। ক্ষতিপূরণেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উল্টো হিমাগারের ভাড়ার পুরোটাই দিতে হচ্ছে। 

তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, ফসল তোলার আগে শিলাবৃষ্টির আঘাত এবং খেতে পানি জমে থাকা, পাশাপাশি মোটা পাটের বস্তায় সংরক্ষণ করার কারণে আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ বছর ফুলবাড়ী কোল্ড স্টোরেজে ৯০০ বস্তা আলু সংরক্ষণ করেন বিরামপুরের আলু ব্যবসায়ী ইমদাদুল হক। এরই মধ্যে তাঁর ৪০০ বস্তা আলু পচে গেছে। ফুলবাড়ী উপজেলার আখিঘটনা গ্রামের আলুচাষি আতিয়ার রহমান বীজের জন্য তিন বস্তা আলু হিমাগারে রেখেছিলেন। তাঁর তিন বস্তা আলু পচে গেছে। এমন অবস্থা অনেকেরই। 

হিমাগারে আলু সংরক্ষণকারী আলুচাষি রমজান আলী ও রওশন আলী বলেন, সংরক্ষণ করা আলু পচে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। আলু পচে গেলেও কর্তৃপক্ষ হিমাগারের ভাড়ায় ছাড় দিচ্ছেন না। এতে আলুচাষি ও ব্যবসায়ী উভয়ই বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। পচে যাওয়া আলুর হিসাব করে ভাড়া মওকুফ করলেও সান্ত্বনা পেতেন তাঁরা। 

আজ সোমবার ফুলবাড়ী কোল্ড স্টোরেজে গিয়ে দেখা যায়, একদল শ্রমিক হিমাগার থেকে আলুর বস্তা বের করে আনছেন। পাশে একদল শ্রমিক মাটিতে ফেলে সেসব থেকে পচা আলু আলাদা করে রাখছেন। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, ‘আগে এক বস্তায় দুই থেকে তিন কেজি পচা আলু বের হতো। এখন কম করে হলেও ৮ থেকে ১০ কেজি পচা আলু বের হচ্ছে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আবুল হাসনাত বলেন, ‘গত মৌসুমে আলু তোলার সময় শিলাবৃষ্টি ও খেতে পানি জমে থাকায় আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে গরমে পড়ে থাকায় হিট ইনজুরি হয়েছে—এটাকে পচন বলা ঠিক হবে না। আর মোটা পাটের বস্তায় আলু সংরক্ষণের কারণেও এমনটি হয়েছে।’ 

হিমাগারের এ কর্মকর্তা আরও বলেন, ‘কোল্ড স্টোরেজের ১ লাখ ৬০ হাজার টন ধারণক্ষমতার পুরোটাই আলু সংরক্ষণ করা হয়েছে এ বছর। কিছু সংরক্ষণকারীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’ 

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের