হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম কালাম হোসেন (৪০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে আসা তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন নিহত হন। 

খবর পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো ও যানজট নিরসনে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস