রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম কালাম হোসেন (৪০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে আসা তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন নিহত হন।
খবর পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো ও যানজট নিরসনে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।