হোম > সারা দেশ > রংপুর

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ছয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে ঢোকে। এসব কাঁচা মরিচ ২০০ ডলারে আমদানি করা হচ্ছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, মেসার্স আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছে। বর্তমানে কাঁচা মরিচ বোঝাই ট্রাকটি বন্দরের ভেতরে রয়েছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড় করা হবে।

মেসার্স আশা বাণিজ্যালয়ের মালিক বাবুল শেখ বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আজ বৃহস্পতিবার হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হলো।

এ বিষয়ে জানতে চাইলে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ২৩ নভেম্বর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ছয় মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

ইউসুফ আলী আরও বলেন, হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। এ পর্যন্ত আটজন আমদানিকারক ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার