হোম > সারা দেশ > রংপুর

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ছয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে ঢোকে। এসব কাঁচা মরিচ ২০০ ডলারে আমদানি করা হচ্ছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, মেসার্স আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছে। বর্তমানে কাঁচা মরিচ বোঝাই ট্রাকটি বন্দরের ভেতরে রয়েছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড় করা হবে।

মেসার্স আশা বাণিজ্যালয়ের মালিক বাবুল শেখ বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আজ বৃহস্পতিবার হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হলো।

এ বিষয়ে জানতে চাইলে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ২৩ নভেম্বর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ছয় মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

ইউসুফ আলী আরও বলেন, হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। এ পর্যন্ত আটজন আমদানিকারক ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ