হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর

কুড়িগ্রাম ও উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুরে মন্দিরে নির্মাণাধীন মূর্তি ভাঙচুর করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের বারান্দায় রাখা প্রতিমাগুলো আংশিক ভাঙা অবস্থায় পাওয়া যায়।

মন্দির কমিটির সভাপতি নিতাই লাল সরকার জানান, ১৯৪০ সাল থেকে এখানে মন্দিরে কালী পূজা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ ডিসেম্বর মন্দিরে কালী পূজা উদ্‌যাপনের জন্য প্রতিমা নির্মাণের কাজ চলছিল। কাঠামো প্রস্তুত করে মাটির প্রলেপ লাগানো প্রতিমাগুলো শুকানোর জন্য বারান্দায় রাখা হয়েছিল। সন্ধ্যার পর কে বা কারা একটি প্রতিমা উল্টে দেয় এবং চারটি প্রতিমা মন্দিরের পেছনে ফেলে দেয়। তবে মন্দিরের ভেতরে থাকা প্রতিমাগুলোর কোনো ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গোয়েন্দা বিভাগ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। মন্দির কমিটি এখনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের খুঁজে বের করা হবে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার উদ্দেশ্য কে কারা এর সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস