হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ বিজিবির, বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী সীমান্তে বিজিবির জব্দ করা মোবাইল ফোনের যন্ত্রাংশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসব যন্ত্রাংশের বাজারমূল্য কমপক্ষে সাড়ে আট লাখ টাকা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবিদের তথ্য সংগ্রহপূর্বক তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার অনন্তপুর বিওপির বিজিবির টহল দল ফুলবাড়ী সীমান্তের নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক লাগলে বিজিবি টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। চোরাকারবারিরা তাঁদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখানে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য কমপক্ষে সাড়ে ৮ লাখ টাকা হবে।

এ প্রসঙ্গে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে চোরাচলান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা