হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ বিজিবির, বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী সীমান্তে বিজিবির জব্দ করা মোবাইল ফোনের যন্ত্রাংশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসব যন্ত্রাংশের বাজারমূল্য কমপক্ষে সাড়ে আট লাখ টাকা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবিদের তথ্য সংগ্রহপূর্বক তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার অনন্তপুর বিওপির বিজিবির টহল দল ফুলবাড়ী সীমান্তের নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক লাগলে বিজিবি টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। চোরাকারবারিরা তাঁদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখানে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য কমপক্ষে সাড়ে ৮ লাখ টাকা হবে।

এ প্রসঙ্গে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে চোরাচলান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২