হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ বিজিবির, বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী সীমান্তে বিজিবির জব্দ করা মোবাইল ফোনের যন্ত্রাংশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসব যন্ত্রাংশের বাজারমূল্য কমপক্ষে সাড়ে আট লাখ টাকা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবিদের তথ্য সংগ্রহপূর্বক তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার অনন্তপুর বিওপির বিজিবির টহল দল ফুলবাড়ী সীমান্তের নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক লাগলে বিজিবি টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। চোরাকারবারিরা তাঁদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখানে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য কমপক্ষে সাড়ে ৮ লাখ টাকা হবে।

এ প্রসঙ্গে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে চোরাচলান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ