হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ বিজিবির, বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী সীমান্তে বিজিবির জব্দ করা মোবাইল ফোনের যন্ত্রাংশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসব যন্ত্রাংশের বাজারমূল্য কমপক্ষে সাড়ে আট লাখ টাকা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবিদের তথ্য সংগ্রহপূর্বক তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার অনন্তপুর বিওপির বিজিবির টহল দল ফুলবাড়ী সীমান্তের নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক লাগলে বিজিবি টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। চোরাকারবারিরা তাঁদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখানে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য কমপক্ষে সাড়ে ৮ লাখ টাকা হবে।

এ প্রসঙ্গে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে চোরাচলান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ