হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে মিলল বৃদ্ধের মরদেহ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর মনতাজ আলী (৯৯) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামে বাড়ির পাশে একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মনতাজ আলী ওই গ্রামের মৃত ইছার উদ্দিনের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত সেলিমুর রহমান জানান, গত ২৮ নভেম্বর মনতাজ আলী তাঁর ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে কেন্দ্রে যান। ভোট প্রদান শেষে জাহিদুল তাঁর বাবাকে বাড়িতে রেখে নিজেও ভোট দিতে কেন্দ্রে যান। এরপর বিকেলে বাড়ি ফিরে তাঁর বাবাকে দেখতে না পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপর গত মঙ্গলবার কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন জাহিদুল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি ধানখেতে বৃদ্ধ মনজাত আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

সেলিমুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ