হোম > সারা দেশ > রংপুর

চাঁদাবাজির মামলায় সাবেক এমপি দবিরুল কারাগারে 

ঠাকুরগাঁও প্রতিনিধি

১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালত এ আদেশ দেন। 

এদিন দুপুরে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল। অন্যদিকে আসামির জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আব্দুল ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি ১০ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘এ মামলায় তাঁর বড় ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনও কারাগারে আছেন।’ 

মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি কিনে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। 

পরে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তাঁর বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী। 

এ মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমকে আসামি করা হয়। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ