হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় মাইকিংয়ে ঘোষণা তরমুজের কেজি ২৫ টাকা, মিলছে না আশানুরূপ ক্রেতা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় মাইকিং করে মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে তরমুজ। তবুও মিলছে না আশানুরূপ ক্রেতা। আজ শনিবার পীরগাছা রেলস্টেশনের সামনে একটি ফলের দোকানে এই দৃশ্য দেখা গেছে। 

পীরগাছা উপজেলা প্রশাসন থেকে কেজি দরে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এরপরও ক্রেতার আশায় তরমুজ কেজি দরে বিক্রি করছেন বলে জানান ব্যবসায়ীরা। 

রেলস্টেশনের সামনে তরমুজ বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, ‘কম দামে মাল (তরমুজ) কিনে সীমিত লাভে পাইকারি দরে বিক্রি করছি। পবিত্র রমজান মাসে মানুষ যেন ইফতারে তরমুজ খেতে পারে। প্রথম দিন শুক্রবার কিছু ক্রেতা পাওয়া গেলেও আজ তেমন ক্রেতা নেই। অথচ পাশের দোকানদার ৩৫ টাকা দরে তরমুজ বিক্রির চেষ্টা করছেন। আমরা ব্যবসায়ীরা চাইলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব।’ 

গোলাম মোস্তফা দোকানের তরমুজ ক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘আমরা আজ ২৫ টাকা কেজিতে তরমুজ কিনতে পারছি। এটা খুবই ভালো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ এখন একটু তরমুজ খেতে পারবে।’ 

আরেক ক্রেতা মোস্তাফিজার রহমান বলেন, ‘কয়েক দিন আগেও ৬০-৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হয়েছে। আজ হঠাৎ মাইকিংয়ের মাধ্যমে শুনি ২৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। একটু সস্তায় পেয়ে নিজের জন্য ও আমার গরিব এক প্রতিবেশীর জন্য একটা তরমুজ কিনলাম।’ 

আরেক ক্রেতা খুরশীদ আলম বলেন, ‘বাজারে যে জিনিসের দাম বাড়ে সেটা যদি আমরা কিছুদিন খাওয়া বন্ধ করি তাহলে আজ যেমন তরমুজ ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তেমনি অন্যান্য জিনিসের দামও কমবে।’ 

পীরগাছা রেলস্টেশনের সামনে আরেক তরমুজ ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘উনি (গোলাম মোস্তফা) কম দামে মাল কিনতে পেরেছেন। এ জন্য ২৫ টাকা কেজিতে মাইকিং করে বিক্রি করছেন। কিন্তু আমার পাইকারি মাল কেনা পড়ছে ৩৫ টাকা কেজি। এখন আমাদেরকেও বাধ্য হয়ে ২৫ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। আশানুরূপ ক্রেতা পাচ্ছি না। আমার কেজিতে ১০ টাকা করে ক্ষতি হচ্ছে। এভাবে চললে আমরা পরিবার নিয়ে বাঁচব কীভাবে?’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ