হোম > সারা দেশ > রংপুর

ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, ইভিএমে ধীরগতির অভিযোগ ভোটারদের

মারুফ কিবরিয়া ও শিপুল ইসলাম, রংপুর থেকে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে উপস্থিতি কম হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। প্রায় প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যায়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা। 

সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না অনেকে। নগরীর হাজিরহাট থানার উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মশিউর রহমান নামের এক ভোটার। তিনি জানান, তিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করে ভোট দিতে পারেননি। 
 
আরেক ভোটার নুরুল ইসলাম অভিযোগ করেন, যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন, তাঁরা সঠিকভাবে কাজ করছেন না। তিনি বলেন, ‘সকাল থেকে না খেয়েই আসছি। খালি পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব।’ 

একই কেন্দ্রর নারী ভোটার হোসনে আরা জানান, ‘আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে জানি না। আড়াই ঘণ্টা হইলো এই লাইনে। সামনের দিকে আরও অনেক ভোটার। ইভিএম নষ্ট কি না, বুঝতেছি না।’ 

এই কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিসাইডিং কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ‘দুপুর হতেই ভোটার অনেক বেড়েছে। অনেক ভোটার ইভিএমে ভোট দিতে জানেন না। তাঁদের শেখাতে শেখাতে সময় লেগে যাচ্ছে। অনেক ভোটারকে বুঝিয়ে দিলেও বুঝছেন না।’ 

এই প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, ‘ইভিএমে কোনো সমস্যা নেই। আমরা কিছুক্ষণ পরপরই মেশিনের ওপর নজর রাখছি।’ 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার