হোম > সারা দেশ > লালমনিরহাট

‘প্রতিবন্ধী জেনেও’ চোর সন্দেহে বাদাম বিক্রেতাকে গণপিটুনি

লালমনিরহাট প্রতিনিধি 

হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবন্ধী বাদাম বিক্রেতা নাজিম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চোর সন্দেহে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী বাদাম বিক্রেতাকে গণপিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার দুপুরে আহত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ করেন। প্রতিবন্ধী নাজিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের হাবিবর রহমানের ছেলে। তিনি পেশায় বাদাম বিক্রেতা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাজারে ফেরি করে বাদাম বিক্রি করেন বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী নাজিম উদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ‘পাগলা বাদাম বিক্রেতা’ নামে চেনেন। বাদাম বিক্রির আয়ে চলে তাঁর তিন সদস্যের সংসার। গতকাল শনিবার দিনভর স্থানীয় বাজারে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। এ সময় বাড়ির পাশে পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের বাঁশবাগানে যান। এ সময় বাঁশবাগানের পাশে তাঁদের প্রতিবেশী দাদন ব্যবসায়ী আলম মিয়ার ছেলে নাজমুলসহ কয়েকজন তাঁকে চোর সন্দেহ করে ধাওয়া দিয়ে আটক করেন।

পরে নিজ বাড়িতে নিয়ে চোর অপবাদ দিয়ে তাঁকে গণপিটুনি দেন। এ সময় প্রতিবন্ধী নাজিমকে রড দিয়ে পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচে ভেঙে দেন। পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত নাজিম উদ্দিনের বাবা হাবিবর রহমান বাদী হয়ে আজ আদিতমারী থানায় নাজমুলসহ চারজনের নাম ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

নাজিম উদ্দিনের বাবা হবিবর রহমান বলেন, ‘হামলাকারীরা আমার ছেলেকে প্রতিবন্ধী জেনেও বেদম মারধর করে পা ভেঙে দিয়েছে। আমরা গরিব মানুষ, তার চিকিৎসার টাকাও তো নেই আমাদের। বাদাম বিক্রি করে যা আয় করে, তা দিয়েই চলত সংসার। এখন সংসার চলবে কীভাবে? চিকিৎসাই-বা হবে কীভাবে?’

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ