হোম > সারা দেশ > নীলফামারী

৪০ টাকায় কেনা ডাব বিক্রি হচ্ছে ১২০ টাকায়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

চলছে চৈত্রের খরতাপ, প্রচণ্ড তাপদাহ। এরই মধ্যে সিয়াম সাধনার মাস রমজান। এ সময় স্বাস্থ্য সচেতন মানুষের চাই ডাব। আর এই সুযোগে নীলফামারীর সৈয়দপুরে পাইকারিতে ৩০-৪০ টাকায় কেনা প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে।

জানা গেছে, গ্রামে গ্রামে ঘুরে মাত্র ৩০-৪০ টাকায় কেনা হয় একেকটি ডাব। কিন্তু সেই ডাব খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। রমজান ও গ্রীষ্মের প্রচণ্ড গরমে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

সরেজমিন শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতিটি ডাবের দাম ১০০ এবং একটু বড় আকারের প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১২০ টাকায়। যে দাম অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

সৈয়দপুর প্রধান ডাকঘরের সামনে ডাব কিনতে আসা রোজিনা পারভিন নামের ক্রেতা বলেন, ‘বাসায় আমার মা রোজা আছেন। বয়স হওয়ায় ইফতারে তাঁর জন্য ডাবের পানি রাখি। কিন্তু বাজারে ১০০ টাকার নিচে ডাব নাই। একটু বড় ডাব হলেই ১২০ টাকা। এত দামে কি প্রতিদিন ডাব নেওয়া সম্ভব? তাই ডাব না নিয়েই ফিরে যাচ্ছি।’

আরেক ক্রেতা আতিকুল ইসলাম বলেন, রমজানে পাইকারি দরের চেয়ে অনেক বেশি দামে ডাব ও তরমুজ বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এখানে এসব পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে শক্তিশালী একটি সিন্ডিকেট। বাজার তদারকির মাধ্যমে এখনই এই সিন্ডিকেট ভেঙে না দিলে আগামী দিনের জন্য ভয়ংকর হবে।

স্থানীয় ডাব ব্যবসায়ীরা বলেন, বাজারে ডাবের প্রচুর চাহিদা। কিন্তু সে অনুযায়ী ডাবের জোগান কম। এ জন্য দাম একটু বেশি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, অন্যান্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন থেকে ডাবসহ মৌসুমি অন্যান্য ফলের ক্ষেত্রেও একইভাবে তদারকি অভিযান চালানো হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ