হোম > সারা দেশ > লালমনিরহাট

চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় চাচার পর ভাতিজি নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারীতে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় বাস চাপায় চাচার পর ভাতিজিও নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (৫২) ও তার ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরির পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সঙ্গে মোটরসাইকেলে লালমনিরহাটে যাচ্ছিলেন পরীক্ষার্থী খাদিজা তুল কোবরা। স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী নাভিলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা ভাতিজি খাদিজা।

স্থানীয়রা এসে আহত খাদিজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বাসটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা ছুটে এসে আহত খাদিজা তুল কোবরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার