হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ 

রংপুর ও পীরগাছা প্রতিনিধি

রংপুরে ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুইজন। আজ মঙ্গলবার বেলা ১টার রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা এলাকার ডা. ফয়জার রহমান (৭০), তাঁর নাতি জান্নাতুল মাওয়া (৭), অটোচালক রাজা মিয়া (৪৬), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। আহত ব্যক্তিরা হলেন ধরণী (৩০) ও নবাব আলী (৫৭)। 

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তিরা পীরগাছার চৌধুরানী ও সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁরা পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার থেকে চিকিৎসক দেখাতে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় ট্রাক জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরানী বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। পথিমধ্যে মাহিগঞ্জ শরেয়ারতল নামক স্থানে রংপুর থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যান। আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ