হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে গরু পারাপারের চরকা ভেঙে যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি 

ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু দেশে আনার সময় বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল শনিবার রাতে গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট সীমান্তের বুড়িরহাট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯১৩ থেকে ৯১৪-এর মধ্যবর্তী গঙ্গারগাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছবুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল রাতে গঙ্গারগাছ এলাকায় গরু পাচারের বাঁশের তৈরি চরকার মাধ্যমে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ১০-১২ বাংলাদেশি। এ সময় হঠাৎ চরকার বাঁশ ভেঙে কামাল হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর সহযোগীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী বলেন, চরকায় করে ভারতীয় গরু পারাপারের সময় চরকায় আটকে যান কামাল হোসেন। এ সময় চরকার একটি বাঁশ ভেঙে তাঁর মাথায় লেগে গুরুতর আহত হন। কামালের সহযোগীদের নাম প্রকাশ না করলেও তাঁরা সুস্থ রয়েছেন বলেও জানান ব্যবসায়ীরা।

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘স্থানীয়দের কাছে ঘটনাটি শুনতে পেয়েছি। কামাল হোসেনের পরিবার জানান সীমান্তের চরকার বাঁশ মাথায় লেগে তিনি মারা যান। মরদেহ হাসপাতালে রয়েছে।’

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫-ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে কল করা হলে ধরেননি।

গোড়ল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, ‘সীমান্তে বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ