হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও-২ আসন: মনোনয়ন ফরম নিলেন এমপি পরিবারের চারজনসহ ১১ 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-২ আসনে একই পরিবারের চারজনসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ রোববার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এ মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

এসব প্রার্থীদের মধ্যে একই পরিবারের চারজন ও আরেক পরিবারের দুজন রয়েছেন। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম ও তার বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ও ছোট ভাইয়ের ছেলে ভাতিজা বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল রয়েছেন।

এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ডাকসু নেতা মোস্তাক আলম টুলু, ভাষা সৈনিক এম এল এ দবিরুল ইসলামের ছেলে আহসান উল্লাহ ফিলিপ ও তার ভাই আহসাব হাবীব বুলবুল, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর ও ইসলামী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোজাহারুল ইসলাম।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ একটা বৃহৎ দল। মনোনয়ন অনেকেই চাইবে। তবে এ আসনটি গতবার অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল আওয়ামী লীগ। আমরা মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয় ব্যক্তিকেই মনোনীত করবেন। যার মাধ্যমে আসনটি পুনরায় আওয়ামী লীগ বিজয় লাভ করবে।’

ঠাকুরগাঁও-২ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৬২০ জন ভোটার রয়েছেন। তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। এরপরে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর, ওই দিনই শুরু হবে প্রার্থীদের প্রচারণা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে প্রচারণা এবং ৭ জানুয়ারি সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ