নীলফামারীর কিশোরগঞ্জে সেচ মোটরের বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক খামারির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম ফারুক হোসেন (৫৫)। তিনি দক্ষিণ বড়ভিটা গ্রামের মৃত তফসির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ফারুক হোসেন তাঁর সেচ মোটরের বিদ্যুতের তার ঠিক করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দেখতে পান মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ফারুক হোসেন একজন ক্ষুদ্র খামারি ও কৃষক। মোটরের বৈদ্যুতিক তার ঠিক করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।