গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হাজী জহুরুল ইসলাম বাদশা। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাশিদুল কবিরের কাছে প্রত্যাহারপত্র জমা দেন।
লিখিত প্রত্যাহার পত্রে নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। এ দিকে ওই ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী শূন্য হওয়ায় নতুন করে আবারও মনোনয়নপত্র দিয়েছে আকবর আলী দারগাকে। এতে নেতা-কর্মীদের মাঝে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আকবর আলী দারগা এ ব্যাপারে বলেন, `নির্বাচন করার ইচ্ছা ছিল না আমার। কিন্তু এমপি মহোদয়ের নির্দেশে সম্মতি দিয়েছি।'
তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।