হোম > সারা দেশ > রংপুর

প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান তরুণীর, লাপাত্তা প্রেমিক 

প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট) 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকার প্রেমিক আনিছুর রহমান লেলিনের (২৩) বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন তাঁর প্রেমিকা (২০)। ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ও প্রেমিকার পরিবার থানা-পুলিশের শরণাপন্ন হয়েছেন। 

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিন পাটগ্রামের এক শিক্ষার্থীর সঙ্গে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে ভুক্তভোগিকে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন লেলিন। একপর্যায়ে প্রেমিকার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন লেলিন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করেন লেলিন। 

এ ঘটনায় গত ২৭ আগস্ট প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন প্রেমিকা। লেলিনের বাড়িতে যাওয়ার পর সে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় লেলিনের বাড়িতে রয়েছেন প্রেমিকা। 

এ ঘটনায় প্রেমিকার বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, আনিছুর রহমান লেলিন বিয়ের কথা বলে তাঁর মেয়েকে ডেকে নিয়ে বাবা-মা ও ভাইয়ের পরামর্শে পালিয়ে যান। 

প্রেমিকের বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলে যেহেতু ভুল করেছে। আমরা মেনে নিয়েছি। ছেলে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি নেই। মেয়ের পরিবারের লোকজন আমাদের ভয় দেখায়। আমরা থানায় একটি অভিযোগ করেছি।’ 

প্রেমিকা (২০) বলেন, ‘আমার জীবন শেষ করে দিয়েছে লেলিন। তাঁকে তাঁর পরিবারের লোকজন ভাগিয়ে দিয়েছে। আমি তো মেয়ে, আমার কী হবে? লেলিন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’ 

এসব অভিযোগ অস্বীকার করে প্রেমিক আনিছুর রহমান লেলিন বলেন, ‘আমি চট্টগ্রামে আছি। আমার সঙ্গে ওই মেয়ের কয়েক দিন আগে পরিচয়। বন্ধুর বোন হিসেবে কথা বলেছি। তাঁকে কখনোই বিয়ে করব না। ষড়যন্ত্র করে মেয়েটিকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মামলা করে করুক, মামলা চালাব।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার